২৭ জুলাই ২০২৪, শনিবার

পাকিস্তান সিরিজেও নেই সাকিব!

- Advertisement -

বেরসিক হ্যামস্ট্রিং ইনজুরি যেন সাকিব আল হাসানের পিছু ছাড়ছেই না! বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেও ক্ষান্ত হয়নি, এখন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতেও এই ইনজুরির জন্য খেলতে পারছেন না সাকিব আল হাসান।

গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সাকিব খেলছেন না তা নিশ্চিত। যদি ‘সময়মতো’ সুস্থ হন তাহলে টেস্ট সিরিজে হয়তো খেলার সম্ভাবনা রয়েছ বিশ্বসেরা অলরাউন্ডারের।

“সাকিবের অন্তত তিন সপ্তাহ লাগবে মাঠে ফিরতে। সময়মতো ফিট হলে সে টেস্ট সিরিজে ফিরতে পারে”- বলেছেন দেবাশীষ।

তবে তলপেটের ব্যথাজনিত কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানের ব্যাপারে আশাবাদী এই চিকিৎসক। টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন সোহান এ ব্যাপারে নিশ্চিত তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ চলাকালীন গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। দুদিন পরই বিশ্বকাপ শিবির ছেড়ে আমেরিকায় পরিবারের কাছে চলে যান তিনি।

১৯,২০ ও ২২ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img