২২ মার্চ ২০২৩, বুধবার

পাত্তাই পেলো না আয়ারল্যান্ড

- Advertisement -

ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৩৩৮ রান করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল টাইগারদের। তবে আইরিশরা এত বড় ব্যবধানে হারবে, সেটা বোধহয় কারোর ভাবনাতেই ছিল না। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় ১৮৩ রানে। ব্যাট হাতে সাকিব আল হাসান করেছেন ৯৩ রান, তাওহিদ হৃদয় ৯২; বল হাতে ইবাদত হোসেনের ৪ উইকেটের পাশাপাশি নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচ শেষে ম্যাচের সেরা তাওহিদ হৃদয় জানিয়েছেন নিজের অনুভূতি, “সেঞ্চুরি করতে না পারায় কিছুটা কষ্ট পেয়েছি। তবে যেভাবে শুরুটা হলো, তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। সাকিব ভাই অনেক হেল্প করেছেন, সাহস জুগিয়েছেন।”

সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম ইকবাল কথা বলেছেন মুশফিকুর রহিমকে নিয়ে, বাদ যাননি নাসুম-ইবাদতও, “প্রথম ২০ ওভার ব্যাট করা সহজ ছিল না। সাকিব দারুণ ব্যাটিং করেছে। মুশির ইনিংসটা ব্যবধান গড়ে দিয়েছে। সে ১৭ বছর ধরেই এটা করে আসছে। মানুষ ভুলে যায় যে, উত্থান-পতন থাকবেই। ইবাদত এককথায় ওয়ার্ল্ড ক্লাস। নাসুমের কথা বিশেষভাবে বলতে হয়, কেননা সে বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না, কিন্তু যখনই খেলে দারুণ করে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img