ভারতের দেওয়া ৩২৭ রানের টার্গেটে যখন কুইন্টন ডি কক-টেম্বা বাভুমা নামেন, তখন ভারতের পাড় ভক্তটাও কি ভেবেছিল সাউথ আফ্রিকাকে হেসেখেলে হারাবে রোহিত শর্মার দল। হ্যা ম্যাচে ঘটেছে তাই, প্রোটিয়াদের কোনো পাত্তাই দেয়নি স্বাগতিকরা। এইডেন মার্করামদের ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলি-শুবমান গিলরা। টুর্নামেন্টে এটি ভারতের টানা অষ্টম জয়।
৩২৭ রান তাড়ায় শুরুটা যেমন করার প্রয়োজন ছিল ঠিক তার উল্টো করেছে সাউথ আফ্রিকা। ৪০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। তাতেই প্রোটিয়াদের বড় হার একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বাভুমার দলের হয়ে মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেছেন। তাদের মধ্যে আবার সর্বোচ্চ রানের ইনিংস মার্কো ইয়ানসেনের। প্রোটিয়া অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৩০ বলে ১৪ রান। এতেই সমর্থকদের বুঝে যাওয়ার কথা, রবীন্দ্র জাদেজাদের সামনে কতটা ভুগেছে সাউথ আফ্রিকার ব্যাটাররা।
ভারতের হয়ে ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন জাদেজা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও কুলদ্বীপ যাদব। একটি উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ।
এর আগে বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৩২৬ রানের সংগ্রহ পায় ভারত। দলের হয়ে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন কোহলি। এটি ডানহাতি ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের ৪৯ তম সেঞ্চুরি। তাতেই শচীন টেন্ডুলকারের করা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ শতকের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এছাড়াও এদিন ভারতের হয়ে ৭৭ রানের ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার।