৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

পান্থই থাকছেন দিল্লীর অধিনায়ক

- Advertisement -

২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে রিশভ পান্থই থাকছেন। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোট কাটিয়ে ফেরার পরও পান্থের ওপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চইজিটি।

আইপিএলের প্রথম অংশে দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব

৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে দিল্লী ক্যাপিটালস। টিম ম্যানেজমেন্ট মনে করে, দলের এই ছন্দ অটুট রাখতে এই মুহূর্তে অধিনায়ক বদল করা উচিত হবে না। গত প্রায় আড়াই সিজন ধরে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার;  তবে কাঁধের ইনজুরির জন্য এই সিজন আইপিএলের প্রথমভাগে খেলতে পারেননি ভারতীয় এই ব্যাটসম্যান। অধিনায়কত্ব তাই চলে যায় উইকেটকিপার ব্যাটসম্যান পান্থের কাঁধে। আইয়ার চোট কাটিয়েত ফিরেছেন; তবে মার্চের পর থেকে প্রতিযোগিতামূলক কোন ম্যাচই খেলা হয়নি তাঁর। এই অবস্থায় তাই তাঁকে অধিনায়কত্ব ফিরিয়ে দেবার কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি হতে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আইয়ারের দলে ফেরার কথা জানানো হয়।

ইনজুরি কাঁটিয়ে ফিরার অপেক্ষায় আইয়ার

দল দুবাই পৌঁছানোর এক সপ্তাহ আগেই সহকারী কোচ প্রাভিন আমরের সাথে অনুশীলন করতে দুবাই চলে এসেছিলেন আইয়ার। আরব আমিরাতের জাতীয় দলের সাথে অনুশীলনও কাজে লেগেছে বলে সংবাদমাধ্যমকে জানান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

“আমি ভীষণ আপ্লুত। আমি দলে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। দল আসার ছয়দিন আগে আমি দুবাই এসেছি। আরব আমিরাতের দলের সাথে দুটি ভালো অনুশীলন ম্যাচও খেলেছি। আমি এই ছন্দটা ধরে রাখতে চাই”- দলে ফেরার ব্যাপারে আইয়ার

আইপিএলের প্রথম অংশে না খেলা প্রসঙ্গে আইয়ার জানান,

“আমি বাসায় বসে ছিলাম, টিভিতে প্রত্যেকটি ম্যাচ দেখতাম ও কল্পনা করতাম যে আমি মাঠে থাকলে এইসব পরিস্থিতিতে কি করতাম। কিন্তু এসব এখন অতীত। আমাকে এখন ওসব ভুলে যেতে হবে এবং দল যে গতিতে এগিয়ে যাচ্ছে আমারও সেই গতিতেই এগোতে হবে”- বলছিলেন আইয়ার

আইপিএলের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতে। দিল্লী ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুবাইয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img