২৭ জুলাই ২০২৪, শনিবার

পান্থ ‘ক্লাস’ ক্রিকেটার: কামিন্স

- Advertisement -

দীর্ঘদিন দলে নিজের জায়গা নিয়ে লড়াই করতে হয়েছে রিশাব পান্থের। তবে ব্রিসবেনে তিনি যা খেলেছেন তাতে দল থেকে চাইলেও তাকে বাদ দেওয়া হয়তো সম্ভব না। ব্রিসবেন থেকে চেন্নাই, ইংল্যান্ডের বিপক্ষেও কথা বলেছে পান্থের ব্যাট, প্রশংসা পাচ্ছেন চারদিক থেকে।

আলাদাভাবে অস্ট্রেলিয়ান পেইসার প্যাট  কামিন্সের মনোযোগ কেড়েছে পান্থের ব্যাটিং। তার কাউন্টার অ্যাট্যাকিং ক্রিকেটের প্রশংসা করেছেন কামিন্স।

‘পুজারা যখন উইকেটে ছিল, ম্যাচ খুব দ্রুত এগোচ্ছিল না। রিশাব ম্যাচের গতি বাড়িয়েছে।‘

পান্থের ব্যাটিং উপভোগ করার মতোই। একধাপ এগিয়ে কামিন্স তাকে বলেছেন ‘ক্লাস’ ক্রিকেটার। পরের সিরিজগুলোতে তার ব্যাটীং নিয়ে আলাদা পরিকল্পনা থাকবে অস্ট্রেলিয়ার। এমনটাই জানিয়েছেন কামিন্স।

‘সে ক্লাস ক্রিকেটার। ম্যাচে তার ব্যাটিং উন্মাদনার জন্ম দেয়। তাকে হয়তো বেপোয়ারা মনে হতে পারে, তবে স্রে তার খেলাটা ভালো বোঝে। প্রতিপক্ষেরস হক্তির জায়গা কী কিংবা কোথায় আক্রমণ করতে হবে সেটা তার ভালো জানা।‘

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img