২০ জানুয়ারি ২০২৫, সোমবার

পাপনের কাছে ‘তিন মাস সময়’ চেয়েছে টিম ম্যানেজমেন্ট

- Advertisement -

দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থায় যেহেতু খেলোয়াড়দের কাছে পাওয়া যাচ্ছে না তাই সুযোগ পেলেই বিভিন্ন বোর্ড কর্মকর্তা, পরিচালক বা খোদ সভাপতি নাজমুল হাসান পাপনকেই ছেঁকে ধরছে গণমাধ্যম। এরই ধারাবাহিকতায় আবারো গণমাধ্যমের সামনে কথা বললেন পাপন।

শনিবার বিকেএসপিতে প্রমিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট নতুন তথ্য। দল গোছাতে ও দলে নতুন নতুন খেলোয়াড়দের সমন্বয় ঠিক করতে টিম ম্যানেজমেন্ট নাকি ‘তিনমাস’ সময় চেয়েছে তাঁর কাছে। এবং সভাপতিও নাকি সেটি দিতে কার্পণ্য করেননি।

“কোভিডের আগমুহুর্তে বলেছিলাম, আগামী একটা বছর খুব খারাপ যাবে বাংলাদেশ ক্রিকেটের। খারাপ যাবে এই অর্থে যে, এখন এক বায়োবাবল থেকে আরেক বায়োবাবলে স্থানান্তরিত হচ্ছে খেলোয়াড়েরা। এরপর আগে আমরা বেশিরভাগ সিরিজ খেলতাম ঘরে, এখন বাইরে গিয়ে খেলতে হচ্ছে। আবার এমন এমন সব প্রতিপক্ষের বিপক্ষে যাদের সাথে আগে খুব একটা খেলাই হতো না। তো নতুন যারা এসেছে এই নতুন এক্সপিরিয়েন্সটার সাথে মানিয়ে তো নিতে হবে তাদের। সেজন্য কিছু সময় তো লাগবে। এজন্য ম্যানেজমেন্ট তিনমাসের সময় চেয়েছে। আমি তাদের তিন মাসের সময় দিয়েছি।”– বলেছেন সভাপতি

“আপনাদের বুঝতে হবে দলের একটা ‘ট্রানজিশন ফেইজ’ যাচ্ছে। নতুন যে ছেলেরা এসেছে তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই এসেছে। তাদের একটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে যেতে হচ্ছে।”- আরো যোগ করেছেন তিনি

দলের প্রধান খেলোয়াড়রা বিভিন্ন কারণে না থাকা বা যারা আছেন তারাও ফর্মে না থাকাই প্রধান দুটি সমস্যা বলে মনে করেন পাপন-

“আমাদের টিম কিন্তু মোটামুটি ফিক্সড। কিন্তু এইযে দেখেন দল নিউজিল্যান্ডে গেলো, তামিম-সাকিব-রিয়াদ নাই। এটার ইমপ্যাক্ট তো আসবে। আবার মুশফিক লিটন দাস ভালো খেলছে না, তো তাদের জায়গায় নতুন কাউকে তো সুযোগ দিতে হবে। সেটা দিতে গিয়েই দলে বিভিন্ন চেঞ্জ করে ম্যানেজমেন্ট। তবে আমার ধারণা এটা তারা ভালো চিন্তাতেই করে।”

তবে সাকিব-তামিম-রিয়াদ বা মুশফিক তো সারাজীবন খেলবে না এটিও জানেন পাপন। তাইতো তাদের বিকল্প দ্রুত তৈরির লক্ষ্যেই ম্যানেজমেন্টকে তিনমাসের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

“কোন খেলোয়াড়ই সারাজীবন খেলবে না। আমি হয়তো জোর করে কয়েকজনকে আরো দেড়-দুইবছর খেলায়ে গেলাম এরপর? তো আমাদের তো একটা লং টার্ম প্ল্যান নিয়ে আগাতে হবে। এজন্য এক্সপেরিমেন্ট তো করতেই হবে।  তিনমাস সময় চেয়েছে ওরা, না দেই কিভাবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img