মাশরাফী বিন মোর্ত্তজা এবারের বিপিএলে খেলবেন কিনা তা নিয়ে রয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ইনজুরি আর বয়সের কারণে মাশরাফীর পারফর্ম্যান্স আগের মতো নেই। ইনজুরি নিয়ে খেলার কারণে অনেকেই তার সমালোচনা করেছেন। তবে সিলেট স্ট্রাইকার্সের চাওয়া পারফর্ম্যান্স যেমনই হোক না কেনো মাশরাফী যেন মাঠে থাকে। বিশেষ করে ম্যাশের নেতৃত্ব গুণ কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
রবিবার মাশরাফী প্রসঙ্গে সিলেটের টপ অর্ডার ব্যাটার জাকির হাসান বলেন, “মাশরাফী ভাইয়ের পারফর্ম্যান্সের থেকে তার মাঠে থাকাটাই ইম্পর্ট্যান্ট বলতে পারেন আমাদের জন্য। কারণ উনি থাকলে অনেক ডিসিশনই ইজি হয়ে যায় আমাদের জন্য”

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হার দিয়ে বিপিএলের এবারের মৌসুম শুরু করেছে সিলেট। নিজেদের দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা। রংপুরও প্রথম ম্যাচে জিততে পারেননি।
চোখের ডাক্তার দেখানোর জন্য দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের না খেলাটা সিলেটের জন্য স্বস্তির বলে মনে করেন জাকির।
তিনি বলেন, “সাকিব ভাইয়ের প্লেয়ার না থাকা আমাদের জন্য স্বস্তির। তবে যেই দলের বিপক্ষেই খেলি না কেনো আমাদের ভালো খেলতে হবে”