৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

পারলো না বরিশাল, কুমিল্লার টানা আট

- Advertisement -

মহা-গুরুত্বপূর্ণ ম্যাচ, সেরা দুইয়ে জায়গা পাকা করতে দুদলের জন্যই জয়টা ছিল সমান গুরুত্বপূর্ণ। শেষমেশ জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বল হাতে মুকিদুল ইসলাম মুগ্ধ’র পাঁচ উইকেটের পর ব্যাট হাতে ব্যবধান গড়ে দিয়েছেন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। ১৬ বলে করেছেন অপরাজিত ৩০ রান; পাকিস্তানের খুশদিল শাহ’র সাথে গড়েছেন ৪৮ রানের পার্টানারশিপ। ১৯ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন খুশদিল। কুমিল্লা জিতেছে ৫ উইকেটে।

টস হেরেছিলেন সাকিব, ব্যাটিং’টাও প্রত্যাশামতো হয়নি। তিনে নামা মাহমুদুউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৬ আর করিম জানাতের ২৬ বলে ৩২ ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। পুরো বিশ ওভারও খেলতে পারেনি ফরচুন বরিশাল। ১৯.১ ওভারে ১২১ রানে অল আউট সাকিবের দল।

জবাবে শুরুটা ভালো না হলেও পরবর্তীতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে কুমিল্লা। বিশেষকরে রাসেল আর খুশদিল। লিটন দাশের ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৬ রান। ৫ উইকেটের সাথে ৯ বল হাতে রেখেই জয় পেয়েছে ইমরুল কায়েসের দল।

১১ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের সমান ১৬ পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে টেবিলের দুইয়ে কুমিল্লা। এক ম্যাচ বেশী খেলে রংপুরের রাইডার্সের সমান ১৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img