১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পালাবদলের গল্প শোনালেন পাপন

- Advertisement -

সাম্প্রতিক সময়ে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে একসাথে সব সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছে না বাংলাদেশ। সাকিব আল হাসান-তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে টাইগাররা। সোমবার রাতে টিম হোটেলে নাজমুল হোসেন শান্তদের সাথে দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় পালাবদলের কথা মনে করিয়ে দেন তিনি।

পাপন বলেন, “প্রথম কথা হচ্ছে, একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নেই, আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর…এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক। এক বছর, দুই বছর, তিন বছর পর সম্পূর্ণ নতুন দল নিয়ে আমরা যাদের সঙ্গে খেলি এখন, এ সমস্ত দলের সঙ্গে খেলা কি সম্ভব? পারবে না তো! কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে”

সাকিব-তামিমদের ছাড়াই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ

জাতীয় দলে এখন নতুন ক্রিকেটারদের ডাকা হবে। যাতে সাকিব-তামিমরা না থাকলেও বড় ধরণের সমস্যায় পড়তে হয় দলকে। উপমহাদেশের অন্য দেশগুলোর মতো সিনিয়র প্লেয়ারদের বিকল্প তৈরী করতে চার-পাঁচ বছর সময় দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। বিসিবি সভাপতির চাওয়া এক-দেড় বছরের মধ্যে টাইগাররা যেন ভালো দলে পরিণত হয়।

পাপন বলেন, “যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না। অনেক দেশ আছে তিন-চার বছরেও ওরকম দল গড়ে তুলতে পারেনি। আমাদের যেন ওই সময়টা না লাগে, এক-দেড় বছরের মধ্যে আমরা যেন ভালো দলে পরিণত হই”

নিউজিল্যান্ডকে হারানোয় ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথাও বলেছেন এদিন পাপন।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img