বাংলাদেশের শ্রীলঙ্কা সফর দফায় দফায় আলোচনায় এসেছে কোয়ারেন্টিন ইস্যুতে। করোনার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি ছিল না দ্বীপ দেশটি। অনেক কাঠখড় পুড়িয়ে মাঠে গড়িয়েছে প্রথম টেস্ট, তৃতীয় দিনের খেলাশেষে এলো একজন মাঠকর্মীর করোনা আক্রান্তের খবর। ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ৯ জনকে নেওয়া হয়েছে আইসোলেশনে।
বিষয়টি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেন শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো।
‘একজন অস্থায়ী মাঠকর্মী করোনা পজিটিভ হয়েছেন, মাঠে প্রবেশের পূর্বে করোনা পরীক্ষায় তার শরীরে পাওয়া গেছে কোভিড১৯-এর অস্তিত্ব। ওই মাঠকর্মীর ফলাফল পজিটিভ আসার পরপরই তিনি ছাড়াও তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।‘
করোনা মহামারীর শুরু থেকেই তুলনামূলক সন্তোষজনক ছিল শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি। জৈব-সুরক্ষা বলয়ে আয়োজিত হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ।