৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

পিএসজির সাথে মেসির আনুষ্ঠানিক চুক্তি যেকোন মুহূর্তে!

- Advertisement -

গুঞ্জন আগেই ছিল, এবার সত্য হচ্ছে সেটাই। দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিচ্ছেন লিওনেল মেসি, চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানোরও সুযোগ থাকবে। এসময় মেসি বছরে বেতন পাবেন ৩৫ মিলিয়ন ইউরোর আশেপাশে।

মেসির বার্সেলোনার ছাড়ার ঘোষনা এসেছিল আচমকাই। মেসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে অনেকে বিশ্বাসই করতে চাননি মেসি আসলেই চলে যাচ্ছেন বার্সা ছেড়ে। কিন্তু, তার অফিসিয়াল সংবাদ সম্মেলনে তিনি নিজেই জানিয়েছিলেন বার্সেলোনায় সেদিনই ছিল তার শেষ দিন।

মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই অনেকটা নিশ্চিত ছিল তিনি যাচ্ছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। মঙ্গলবার সকাল থেকেই নানা জল্পনা কল্পনা এবং শেষ সময়েও মেসির বার্সায় থেকে যাওয়ার ক্ষীন সম্ভাবনার পর বেলা বাড়ার সাথে সাথে অবসান হয়েছে সব নাটকের। নিশ্চিত হইয়েছে তিনি যাচ্ছেন পিএসজিতেই।

চজানা গেছে মেসি পিএসজির সাথে চুক্তির সকল শর্তই মেনে নিয়েছেন এবং পরবর্তি কয়েক ঘন্টার মধ্যেই মেসি উড়ে যাবেন প্যারিসে। চুক্তি সম্পন্নও হতে পারে আজই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img