১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পিএসজি অতটা খারাপ খেলেনি: এনরিকে

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব নিউক্যাসলের কাছে পাত্তাই পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেইন্ট জেমস পার্কে ৪-১ গোলের হারের হতাশা নিয়ে ফিরেছে কিলিয়ান এমবাপ্পেরা। তবে হারলেও পিএসজি অতটা খারাপ খেলেনি বলে মনে করেন লুইস এনরিকে।

ম্যাচ শেষে তিনি বলেছেন, “এই ম্যাচগুলো কোচদের জন্য কঠিন। সত্যি বলতে এমন স্কোরলাইন অন্যায্য। যদিও নিউক্যাসলকে অভিনন্দন জানাতেই হবে, তারা খুবই ভালো খেলছে। কিন্তু ৪-১ স্কোরলাইন, এটা মানা কঠিন”

পিএসজি কোচ লুইস এনরিকে…

পিএসজির বিপক্ষে দারুণ জয় ভবিষ্যতে ইউরোপ সেরার লড়াইয়ে অনুপ্রেরণা দেবে বলে মনে করেন ইংলিশ ক্লাবটির কোচ এডি হাউ। তিনি বলেছেন, “আশা করছি, এই জয় আমাদের মধ্যে বিশ্বাস জোগাবে যে এই টুর্নামেন্টে আমাদের সফল হওয়া প্রয়োজন”

নিউক্যাসলের হয়ে এদিন গোল করেছেন মিগেল আলমিরন, ড্যান বার্ন, সিন লংস্টাফ, ফ্যাবিয়ান স্কার। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেজ।

৫০ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেওয়া লংস্টাফ বলেছেন, “আমি ও বার্নি গোল করেছি, এটা অবিশ্বাস্য। নিউক্যাসলের ফুটবলার হিসেবে আমি গর্বিত এবং খুবই খুশি”

এমন জয়ের পর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন বার্ন। ম্যাচ শেষে তিনি বলছেন, “ভাষা খুঁজে পাচ্ছি না। আমি স্বপ্নে আছি, অপেক্ষা করছি, কেউ এসে আমার ঘুমটা ভাঙাক। পরের লক্ষ্য ডর্টমুন্ডকে হারানো

২০ বছর পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেললো নিউক্যাসল। পিএসজির মতো ক্লাবকে হারিয়ে ঘরের মাঠে ফেরাটা স্বরণীয় করে রাখলো এডি হাউয়ের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img