৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

পিএসজি কোচ টুখেল বরখাস্ত

- Advertisement -

বরখাস্ত হয়েছেন ফ্রান্সের লিগ-ওয়ান জয়ী প্যারিস সেইন্ট জার্মেই কোচ টমাস টুখেল। জানিয়েছে ফরাসি পত্রিকা লা ইকুইপ ও জার্মান পত্রিকা বিল্ড।

পিএসজিকে প্রথমবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার চার মাসের মাথায় চাকরিচ্যুত হলেন জার্মান কোচ টমাস টুখেল। শোনা যাচ্ছে, তার জায়গায় ক্লাবটির দায়িত্ব নিতে পারেন টটেনহ্যামের সাবেক বস, মরিসিও পচেত্তিনো।

এর আগে সাক্ষাৎকার দিতে গিয়ে বিতর্কে জড়ান টুখেল। তিনি বলেছিলেন, “আমার নিজেকে এখানে কোচের চাইতে বেশি ক্রীড়া রাজনীতিবিদ বা ক্রীড়ামন্ত্রী মনে হয়।” স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ের পর নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি।

এদিকে, ২০১৯-২০ মৌসুমের শুরুতে টটেনহ্যামের সাথে সম্পর্কের পাট চুকোনোর পর আপাতত বেকার রয়েছেন পচেত্তিনো। নভেম্বরে আবারো কোচিংয়ে ফেরার দিকে ইঙ্গিত করেছিলেন এই আর্জেন্টাইন কোচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img