ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র হওয়ার পরেই ‘এফ’ গ্রুপকে মৃত্যুকুপ আখ্যা দিয়েছিলেন অনেকেই। ম্যাচের ফলাফলেও ঘটেছে তাই। ‘এফ’ গ্রুপ থেকে বরুসিয়া ডর্টমুন্ড শেষ ষোলো নিশ্চিত করলেও এখনো একটি পজিশনের জন্য লড়াই করছে পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড ও এসি মিলানের মতো দল।
গ্রুপের বাকি দুই দলের চেয়ে পিএসজির শেষ ষোলোতে যাওয়ার সমীকরণ সহজ। বুধবার রাতে ডর্টমুন্ডকে হারাতে পারলেই পরের পর্বে যাবে কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেরা। ড্র করলেও নকআউট পর্বে খেলার সম্ভাবনা আছে পিএসজির সামনে। তখন লুইস এনরিকের দলের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে নিউক্যাসল যদি মিলানকে হারাতে না পারে তাহলে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে যাবে পিএসজি।

অন্যদিকে ৫ ম্যাচে ৫ পয়েন্ট করে পাওয়া নিউক্যাসল ও মিলানের সামনেও আছে পরের পর্বে খেলার সুযোগ। এডি হাওয়ের দলকে শেষ ষোলোতে যেতে হলে মিলানের বিপক্ষে জিততেই হবে এবং আশা করতে হবে অন্য ম্যাচে পিএসজি যাতে না জেতে। মিলানের ক্ষেত্রেও একই সমীকরণ। নিজেদের ম্যাচ তো জিততেই হবে সেই সাথে পিএসজির হারের অপেক্ষায় থাকতে হবে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। রেড স্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার ১১:৪৫ মিনিটে। আগেই শেষ ষোলো নিশ্চিত করা সিটিজেনদের জন্য এই ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার।
অন্যদিকে বুধবার রাত ২টায় অ্যান্টওয়ার্পের মুখোমুখি হবে বার্সেলোনা। আগেই শেষ ষোলো নিশ্চিত করা জাভি হার্নান্দেজের দল এই ম্যাচ হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে।