১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

পিচ নিয়ে ভাবছেন না কামিন্স

- Advertisement -

আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট চলাকালীন পিচ পাল্টানো-টস বিতর্ক নিয়ে নানারকম সমালোচনা চলছে পুরো ক্রিকেট বিশ্বে। শোনা যাচ্ছিল, ফাইনালের পিচেও আসতে পারে বদল। তবে এসব নিয়ে ভাবছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ফাইনালের পিচ যেমন হোক না কেন অতীতে ভারতে খেলার কারণে খুব একটা সমস্যা হবে না। সেই সাথে অজি অধিনায়ক মনে করেন স্বাগতিক দেশ নিজেদের উইকেটে সবসময় খেলার কারণে বাড়তি সুবিধা পেতে পারে। তবে তিনি আশা করছেন ফাইনালের পিচ দুই দলের জন্যই সমান থাকবে।

শনিবার সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, “আমার মনে হয় উইকেট দুই দলের জন্যই সমান থাকবে। নিজের দেশের, নিজেদের উইকেটে খেলার একটা সুবিধা অবশ্যই আছে। পুরো জীবনে এই একই উইকেটে খেলছেন। কিন্তু আমরা এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। তাই আমরা অপেক্ষা করব এবং দেখব কি হয়। তবে আমরা সব কিছুর জন্যই প্রস্তুত আছি”

ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন প্যাট কামিন্স

বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান হচ্ছে। বোলাররা খুব একটা সুবিধা করতে পারছেন না। তবে ভারতের বোলারদের ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টো। প্রতিপক্ষ ব্যাটারদের খুব একটা পাত্তাই দেয়নি মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা। ফাইনালের আগে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন কামিন্স।

তিনি বলেন, “তারা সামগ্রিকভাবে খুবই ভালো করছে। তাদের পাঁচ বোলারই প্রায় প্রতিটি ম্যাচে ১০ ওভার করে বোলিং করছে। মাঝের ওভারগুলোতে কুলদ্বীপ ও জাদেজা দারুণ করছে। অবশ্যই ভারতীয় বোলাররা দারুণ করছে”

বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। রবিবারের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ থাকবে। যার অধিকাংশই থাকবে রোহিত শর্মার দলের সমর্থক। তবে এসব নিয়ে ভাবছেন না কামিন্স। মাঠের খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img