বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে হেরেছে পাকিস্তান। এখনো টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সম্ভাবনা রয়েছে বাবর আজমের দলের। কিন্তু দলের সিনিয়র এক খেলোয়াড়ের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি চায় না খেলোয়াড়েরা ভালো খেলুক।
নাম না প্রকাশ করার শর্তে সেই সিনিয়র ক্রিকেটার ‘ক্রিকবাজ’কে বলেছেন, “পিসিবি চায় পাকিস্তান ক্রিকেট দল খারাপ করুক। এই পিসিবি কর্তারা কেউই চায় না পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতুক। কারণ, তারা এই দলটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এই দলে ইচ্ছেমতো অদলবদল করতে চায়। এরা নেতৃত্বের ওপরও নিয়ন্ত্রণ চায়”
পাকিস্তান দলে মতবিরোধের কথা প্রায় শোনা যায়। এই তো বিশ্বকাপ শুরুর আগে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে দ্বন্দ্বের কথা শোনা গিয়েছিল। তবে এসব বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ চাননা বলেও জানিয়েছেন সেই সিনিয়র ক্রিকেটার।

তিনি বলেন, “দলের খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ আছে। আমরা অনেক বিষয় নিয়ে তর্কও করি। কিন্তু আমরা সবাই যথেষ্ট পরিপক্ব। আমরা এসব বিষয় আমাদের মধ্যেই রাখি। আমরা কেউই বাইরের হস্তক্ষেপ চাই না”
অনেক সময় দলের ভেতরকার অনেক ব্যাপারস্যাপার বাইরে প্রকাশ হয়ে পড়ে। এটার পেছনে নিজেদের স্বার্থে বোর্ড কর্তাদের ইন্ধন থাকে। তিনি স্বীকার করেছেন, বাইরে থেকে ক্রমাগত সমালোচনা, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা দলের মধ্যে সমস্যা তৈরি করে।
এছাড়াও বিশ্বকাপে পাকিস্তানের ভালো না করার আরও কারণ জানিয়েছেন সেই সিনিয়র ক্রিকেটার। তিনি মনে করেন, হোটেলের মধ্যে বন্দি সময় কাটানো, মাঠের দর্শকদের নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্য।