১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

‘পুঁচকে’ অ্যান্টওয়ার্পের কাছে বার্সেলোনার হার

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘পুঁচকে’ অ্যান্টওয়ার্পের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। অথচ খবরের শিরোনাম হওয়ার কথা ছিল দুই মৌসুম পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাভি হার্নান্দেজের শেষ ষোলোতে ওঠা। বেলজিয়ান ক্লাবটির কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হেরে তা আর হলো কই?

অ্যান্টওয়ার্পের বিপক্ষে তুলনামুলক নতুনদের সুযোগ দিয়েছিলেন জাভি। যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। বল পজিশনে এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ করে বার্সার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিল অ্যান্টওয়ার্পের খেলোয়াড়েরা। যার সুফল পেতে বেশি দেরি করতে হয়নি তাদের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা।

অ্যান্টওয়ার্পের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বার্সেলোনা

পুরো ম্যাচজুড়েই ছড়িয়েছে রোমাঞ্চ। শুরুতে পিছিয়ে পড়ার পর ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিড নেয় অ্যান্টওয়ার্প। যোগ করা সময়ের এক মিনিটের মাথায় ব্যবধান ২-২ করেন মার্ক গুই। এক মিনিট পরেই আবারও গোল করে এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়ান ক্লাবটি। শেষ ষোলোতে উঠতে না পারলেও ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার মতো প্রতিপক্ষকে হারানোর গৌরব নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ করেছে অ্যান্টওয়ার্প।

শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি

অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে ১-১ গোলে ড্র করে নক আউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি। করিম আদেয়েমির গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর ওয়ারেন জাইরে এমেরির গোলে সমতায় ফেরে লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জেতার পরেও শেষ ষোলোতে উঠতে পারেনি এসি মিলান। সমান ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের পিএসজির সমান ৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে যাওয়া হয়নি অলিভিয়ের জিরুদের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img