আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। অনেক আগেই ব্যাট-প্যাড তুলে রাখা সাবেক ভারতীয় ওপেনার ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে কাজ করবেন। গম্ভীরের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স।
আইপিএলে দুবার শিরোপা জিতেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দুবারই দলটির অধিনায়ক ছিলেন গম্ভীর। পুরনো ঠিকানায় ফিরতে পেরে খুশি সাবেক এ ওপেনার।
গম্ভীর বলেন, “আমি কোনো আবেগী ব্যক্তি নই। অনেক কিছু আমাকে প্রভাবিত করে না। তবে এবারের ব্যাপারটা আলাদা। এবার সেখানেই ফিরে যাওয়া, যেখানে সবকিছুর শুরু। আমার হৃদয়ে কিছুটা আগুন জ্বলছে, কেননা আমি আবারও বেগুনি এবং সোনালি পোশাক পরছি। আমি শুধু কেকেআরেই যোগ দিচ্ছি না, আনন্দের শহরে আসছি। আমি ফিরে আসছি, আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর। আমি কেকেআর”
এর আগে গত দুই মৌসুম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। দলটি আগামী মৌসুমকে সামনে রেখে কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে। এরই মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দিয়েছে তারা।