ভালো-খারাপের মধ্য দিয়েই গ্রুপ পর্ব শেষ করেছিল জেমকন খুলনা। সোমবার প্রথম কোয়ালিফায়ারে মহমুদউল্লাহ রিয়াদের দল ছিল দুর্দান্ত, আলাদা করে বললে জহুরুল ইসলাম এবং মাশরাফী বিন মোর্ত্তুজা। শীর্ষস্থানে থেকে শেষ চারে পা রাখা গাজী গ্রুপ চট্টগ্রামকে তারা হারিয়েছে ৪৭ রানে।
টসে জিতেছিল চট্টগ্রাম, শীতের শিশিরের হিসেব কষেই হয়তো মোহাম্মদ মিথুন নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। লাভ হয়নি, ওপেনার জহুরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৮০ রানের ইনিংস, জয়ের ভীত তৈরি হয়ে গেছে সেখানেই। অন্যদের টুকটাক অবদানের সঙ্গে অধিনায়ক রিয়াদের ৯ বলের ৩০ রানের ক্যামিও, খুলনার বোর্ডে ২১০।
দুই ওপেনারকে নিয়েই হয়তো স্বপ্ন বুনছিল চট্টগ্রাম। তবে হতাশ করেছেন সৌম্য, বড় ম্যাচে ফিরেছেন শূন্য হাতে। লিটন ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি, আউট হয়েছেন ১৩ বলে ২৪ করে। মোহাম্মদ মিথুনের ফিফটি ব্যবধানই কমিয়েছে শুধু। চট্টগ্রাম তাদের ইনিংস শেষ করেছে ১৬৩ রানে।
মিথুনদের ভীত বলতে গেলে একাই নাড়িয়ে দিয়েছেন মাশরাফী। ৩৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র পেসার হিসেবে মাশরাফী পেয়েছেন ১ ম্যাচে ৫ উইকেটের দেখা। এমন পারফর্মেন্স দেখে কে বিশ্বাস করবে প্রায় ১০ মাস ক্রিকেটের ধারেকাছে ছিলেন না নড়াইল এক্সপ্রেস!
সংক্ষিপ্ত স্কোর: জেমকন খুলনা- ২১০/৭ (২০ ওভার), জহুরুল- ৮০, রিয়াদ ৩০, সাকিব ২৮; মোস্তাফিজ ২/৩১, মোসাদ্দেক ১/২৭, সাহা ১/৫০
গাজী গ্রুপ চট্টগ্রাম- ১৬৩/১০ (১৯.৪ ওভার), মিথুন ৫৩, জয় ৩১, লিটন ২৪; মাশরাফী ৫/৩৫, আরিফুল ২/২৬, হাসান ২/৩৫
ফলাফল: চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে খুলনা।