২৭ জুলাই ২০২৪, শনিবার

পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান

- Advertisement -

পাঁচ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপ শেষে সকলেই আসবেন কি না তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে বাবর আজমের দল। বিশ্বকাপ দলে থাকা প্রায় প্রত্যেকেই আছেন স্কোয়াডে। তরুণদের সুযোগ করে দিতে শেষ মুহুর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন মোহাম্মদ হাফিজ। তার জায়গায় নেয়া হয়েছে ইফতিখার আহমেদকে।

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর মিরপুর শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল; ২০ এবং ২২ নভেম্বরে একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ দল অনুশীলনে ফিরবে আগামী সপ্তাহেই

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img