২০ জানুয়ারি ২০২৫, সোমবার

অ্যাশেজে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি

- Advertisement -

সেক্সচ্যাট বিতর্কের জের ধরে আর কতোকিছু হারাবেন টিম পেইন তা সময় বলে দেবে। তবে আপাতত অধিনায়কত্বের পাশাপাশি দলে জায়গাটিও হারিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ফলে ৮ ডিসেম্বর গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্ট শুরুর আগে অজিদের নতুন কিপার হিসেবে অ্যালেক্স ক্যারিকে নির্বাচিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩৮টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি- সাদা বলে অস্ট্রেলিয়ার অন্যতম নিয়মিত মুখ হলেও ক্যারি টেস্ট খেলবেন এই প্রথম। এই জায়গার জন্য তাঁর প্রতিদ্বন্দ্বিতা ছিল তরুন উইকেটকিপার ব্যাটার জস ইংলিসের সাথে। তবে শেষমেষ ৩০ বছর বয়সী ক্যারির অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। তিনি হবেন অস্ট্রেলিয়ার ৪৬১তম টেস্ট ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। অভিষেক ঘটাতে চলা ক্যারিও সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

ক্যারি ছাড়াও বৃহস্পতিবার ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ জনের টেস্ট দলে পেসার মাইকেল নেসার ও লেগস্পিনার মিচেল সোয়েপসেনও প্রথমবার সুযোগ পেয়েছেন।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার দলঃ প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img