পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শন মার্শ। চলমান বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সবশেষ ম্যাচটি খেলার পর ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মার্শ। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে বেশ সফলও মার্শ। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে ঠিক সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। শন মার্শ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেও তার ভাই মিচেল মার্শ এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন। সবশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে দীর্ঘদিন খেলেছেন শন মার্শ। দলটির সবাই তার ভালো বন্ধু হয়ে থাকবে বলে বিদায় বেলায় জানিয়েছেন তিনি।
মার্শ বলেন, “রেনেগেডসের হয়ে খেলাটা বেশ উপভোগ করেছি। গত পাঁচ বছরে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে এবং এরা সবাই আমার ভালো বন্ধু হয়ে থাকবে”
রেনেগডসের খেলার আগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলতেন মার্শ। দলটির হয়ে বেশ দারুণ সময় কাটিয়েছিলেন তিনি। ৪০ ম্যাচে ৪৭.৪৬ গড়ে রান করেছেন মার্শ। স্কর্চার্সের হয়ে দুটি শিরোপাও জিতেছেন তিনি। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দলটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্শ।
তিনি বলেন, “পার্থ স্কর্চার্সের প্রতিও আমি কৃতজ্ঞ। ওদের সঙ্গে খেলাটাও আমি বেশ উপভোগ করতাম এবং অনেক দারুণ স্মৃতি আছে। ক্রিকেট মাঠের স্মৃতির মধ্যে আমার কাছে সবচেয়ে সেরা হলো তাদের হয়ে টানা দুবার শিরোপা জেতা”