২২ জানুয়ারি ২০২৫, বুধবার

পেসারদের বোলিং না করানোর অনুরোধ, হাসিমুখে মেনে নিলেন বাবর

- Advertisement -

ফাওয়াদ আলমের অর্ধশতক হওয়ার সাথে সাথেই পাকিস্তানের ইনিংস ঘোষণা, দশ মিনিট পরেই ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে নিয়ে মাঠে প্রবেশ করছেন সাদমান ইসলাম, বল হাতে শাহীন শাহ আফ্রিদি। তিন স্লিপ, এক গালি ফিল্ডার!

বরাবরের মতো ম্যাচের প্রথম বল থেকেই সুইং আদায় করে নিয়েছেন শাহীন। প্রথম ওভারই করেছেন মেইডেন। পেসাররা যে টাইগার ব্যাটসম্যানদের বড় পরীক্ষাই নেবেন তা স্পষ্ট। কিন্তু, হঠাৎ করেই অধিনায়ক বাবর আজমকে ডেকে পাঠালেন আম্পায়ার, হয়তো বললেন আলোকস্বল্পতার কারণে পেসারদের দ্বারা আর বোলিং না করাতে।

বাবর হাসান আলীকে ফেরত পাঠালেন, বোলিংয়ে নিয়ে আনলেন স্পিনার নোমান আলীকে। অথচ, প্রথম দিনে একই শর্তে বল কজরতে রাজি হননি মুমিনুল হক!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img