২৭ জুলাই ২০২৪, শনিবার

পোলার্ডের চোখে টি-টোয়েন্টির সেরা পাঁচ খেলোয়াড়

- Advertisement -

সামনেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ; ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করনে বেশ ভয়ংকর এক ব্যাটসম্যান কাইরন পোলার্ড নিজেই। অনেকের চোখে সেরাদের দলে থাকলেও, ক্যারিবিয়ান তারকার চোখে সেরা কারা? জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিজেই। বেছে নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের প্রিয় পাঁচ খেলোয়াড়কে; পাঁচজনের তালিকায় রেখেছেন নিজেকেও।

পোলার্ড নিজের সেরা পাঁচজনের তালিকা করতে গিয়ে বেছে নিয়েছেন অভিনব এক পদ্ধতি। এমনভাবে দলটাকে গড়ার চেষ্টা করেছেন, যেন পৃথিবীর যেকোনো পাঁচ সদস্যের দলকে হারানো যায়। দলে রেখেছেন একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, একজন স্পিনার, একজন অলরাউন্ডার, একজন গতিতারকা ও একজন সেরা উইকেটকিপারকে। আসুন দেখে নেয়া যাক কে কে আছেন অস্ট্রেলিয়ান তারকার সেরা পাঁচে।

 

১। ক্রিস গেইল:

প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন গেইলকে

ইউনিভার্স বসকে নিজের প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে একমুহুর্তও ভাবতে হয়নি পোলার্ডকে। ভাবতেই বা হবে কেনো! ৪২ বছর বয়সে এসেও জ্যামাইকান তারকা যত সহজে বাউন্ডারী ছাড়া করতে পারে বলকে, বর্তমান সময়ের খুব কম খেলোয়াড়ই তা পারে। ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন; আছেন আরো একটি বিশ্বকাপের সামনে দাড়িয়ে। টি-টোয়েন্টিতে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল খেলেছেন ৪৪৮টি ম্যাচ; ২২ শতকে প্রায় ৩৭ গড়ে করেছেন ১৪২৭৬ রান। ক্যারিবিয়ানদের হয়ে মাঠে নেমেছেন ৭৪টি ম্যাচে; ২ শতকে করেছেন ১৮৫৪ রান।

 

২। লাসিথ মালিঙ্গা:

পেসার হিসেবে দলে মালিঙ্গা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ৩৮ বছর বয়সী লঙ্কান পেসারের। ১০৭ উইকেট নিয়ে আছেন শীর্ষে। পুরো ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯৫টি; ৭ উইকেটে ৩৯০ উইকেট অর্জন করা মালিঙ্গা যে কোনো দলের জন্যই বড় চাওয়ার। ইয়র্কারের জন্য বিখ্যাত এই বোলারকে নিজের দ্বিতীয় পছন্দ হিসেবে দলে বেছে নিয়েছেই কাইরন পোলার্ড।

 

৩। সুনীল নারাইন:

স্পিনার হিসেবে নারাইনকেই বেছে নিয়েছেন পোলার্ড

অবসর না নিলেও জায়গা হয়নি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দলে। তবুও কমেনি চাহিদা; সমান তালে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। স্পিন বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, মাঝপথে এসে টপঅর্ডারে করেছেন ব্যাটিংও। পুরো ক্যারিয়ারে খেলেছেন ৩৭৯টি ম্যাচ; ৬ ইকোনমিতে উইকেট সংখ্যা ৪১৯টি। পাশাপাশি ১৫ গড়ে ৯ অর্ধশতকে রান করেছেন ২৭৩৯। বোলিং করতে পারেন ইনিংসের যে কোনো সময়েই; বিপরিত দলকে চাপে ফেলতে বেশ পটু এই স্পিনারকে দলের একমাত্র স্পিনার হিসেবে বেছে নিয়েছেন পোলার্ড।

 

৪। মহেন্দ্র সিং ধোনি

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কোহলির পছন্দ ধোনিকে

উইকেট কিপার হিসেবে পোলার্ডের পছন্দ ধোনিকে। অধিনায়ক হিসেবে সাদা বলের ক্রিকেটে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন বেশ কয়েকবার। পুরো ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪৪টি; ৩৮ গড়ে রান করেছেন ৬৯০৫। সময়ের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত; সেইসাথে ক্যাপ্টেন কুল হিসেবেও। টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দাড়িয়ে ডিসমিসাল করেছেন ২৮০ টি। এমন একজনকে কেই বা এড়িয়ে যেতে চাইবে!

 

৫। কাইরন পোলার্ড

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর মুহুর্ত

শেষ খেলোয়াড় হিসেবে নিজেকেই বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ক’মাস আগেই আকিলা ধনাঞ্জয়ার বলে এক ওভারে হাঁকিয়েছেন ৬টি ছক্কা। ক্যারিয়ারের পুরোটা সময় মারকুটে ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ ক্যারিবিয়ান এই তারকা; খেলেছেন ৫৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ। ১৫৩ স্ট্রাইক রেটে ১১২২৩ রানের পাশাপাশি নিয়েছেন ৩০০টি উইকেটও। বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পোলার্ড; ক্যারিবিয়ানদের হয়ে ক্যারিয়ারে মাঠে নেমেছেন ৮৮টি ম্যাচে, ২৪ গড়ে করেছেন ১৩৭৮ রান। নিজেকে রাখার পেছনে পোলার্ডের যুক্তি, “যদি আমাকে একাদশ তৈরী করতে বলা হয়, আমি সবসময়ই নিজেকে দলে রাখবো। যখনই টি-টোয়েন্টির কথা আসে, আমার রেকর্ডই কথা বলে আমাকে নিয়ে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img