বিশ্বকাপে টাইগারগের সপ্তম ম্যাচ চলমান; এই সাত ম্যাচে পাওয়ারপ্লেতে বাংলাদেশ দল হারিয়েছে সবমিলে ১৬ উইকেট! কোনরকমে চার ইকোনমিতে তুলেছে রান। ব্যাটিংয়ে কতটা বাজে অবস্থায় লাল-সবুজের প্রতিনিধিরা, এতোটুকুতেই বুঝে নেয়া যায়।
পাকিস্তানের বিপক্ষে নিজেদের ছন্দ ফিরে পাবার ম্যাচেও সেই পুরোনো ব্যর্থতার গল্প। শূন্য রানেই প্যাভিলিয়নে তানজিদ হাসান তামিম, সেটাও ম্যাচের একদম প্রথম ওভারেই। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৪ রান, দুই ব্যাটারকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পেসারদের মধ্যে সবচেয়ে কম ৫১ ম্যাচে পূরণ করেছেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ১০০ উইকেট।
এই প্রতিবেদন লেখার সময়ে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। পাঁচে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ১৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টায় লিটন দাশ। রিয়াদ অপরাজিত ৯ রানে, লিটনের ব্যাট থেকে এসেছে ১৯ রান।