উইকেটের পাশে লেখা থাকবে শরীফুল ইসলামের নাম, তবে নিজের উইকেটতো অনেকটা নিজেই বিলিয়ে এলেন ব্রেন্ডন টেইলর। প্রথমবার বুট খুলে উইকেটের খুব কাছেই চলে গিয়েছিল টেইলরের, বেঁচে গেছেন। দ্বিতীয়বার এতোটাই অন্যমনস্ক ছিলেন যে, ব্যাট লাগালেন স্ট্যাম্পে। সেটাও বল ডেথ হয়ে যাওয়ার পর।
জিম্বাবুয়ের ইনিংসের ২৫তম ওভারে দ্বিতীয় বল ডেলিভারি হয়ে যাওয়ার পরের ঘটনা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এমন ঘটনা চতুর্থবার। ছাড়া অন্য তিনজন হচ্ছেন ইমাম উল হক, রায়ান ওয়াটসন, ম্যালকম ওয়ালার। বাংলাদেশের বিপক্ষে প্রথম হিট উইকেট হওয়ার রেকর্ড স্কটল্যান্ডের ওয়াটসনের, ২০০৬ সালে।
হিট উইকেট অনেকটা ফুটবলের আত্মঘাতী গোলের মতোই। তবে হয়তো ব্যাটসম্যানের জন্য চুড়ান্ত হতাশার। যদিও ক্রিকেট এমন ঘটনা প্রায় নিয়মিতই। শুধু ব্যাট না এমন অনেক ক্রিকেটারই আছেন যারা আউট হয়েছেন স্ট্যাম্পে হেলমেট বা বুট লেগে।
ওয়ানডেতে সবচেয়ে বেশিবার হিট উইকেট হয়েছেন দুই পেইস কিংবদন্তি পাকিস্তানের ওয়াসিম আকরাম, কোর্টনি ওয়ালশ, সমান তিনবার করে। এছাড়া ব্রেট লি, মাইকেল হোল্ডিং, ইয়ান বিশপ হয়েছেন হিট উইকেট হয়েছেন সমান তিনবার করে। মজার ব্যাপার হচ্ছে পাঁচ জনের লিস্টের পাঁচজনই বোলার, আরও নির্দিষ্ট করে বললে পেসার।