এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। টাইগারদের ফাইনালে খেলতে হলে দাসুন শানাকা দলকে হারানোর কোনো বিকল্প নেই।
বাংলাদেশের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি। তাই সাকিব আল হাসানের দলের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। অন্যদিকে সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নামছে শানাকার দল। ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না লঙ্কান সিংহরাও।
এই ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানও বলছে স্বাগতিকদের পক্ষে কথা। ওয়ানডেতে সর্বমোট ৫২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে লঙ্কানদের জয় ৪১টিতে এবং বাংলাদেশ জিতেছে ৯টি ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে লঙ্কানদের জয় ১৩টি এবং টাইগারদের ৩টি। এশিয়া কাপে দুই দলের শেষ ছয় ম্যাচের তিনটিতে নিজেদের পক্ষে ফল আনতে পেরেছে সাকিবরা। কিন্তু প্রেমাদাসার স্টেডিয়ামে টাইগারদের অতীত পারফর্ম্যান্স ভালো না। এই মাঠে লঙ্কানদের বিপক্ষে ১১ বার মাঠে নেমে প্রতিবারই হতাশা সঙ্গী করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচের পর ওপেনিংয়ে এসেছে পরিবর্তন। মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের শুরু করে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা কিন্তু পরের ম্যাচেই শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে আসতে পারে এই পজিশনে পরিবর্তন।
তবে হেডকোচ সিদ্ধান্ত নিতে চান একদম শেষ সময়ে। শুক্রবারে তিনি বলেছেন, “আমরা এটা নিয়ে ভাবছি। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। কাল এখানে এসে সিদ্ধান্ত নেব। কন্ডিশন কেমন থাকে, আবহাওয়া কেমন থাকে, তা দেখতে হবে। গত কয়েক দিনের আবহাওয়া একদম অন্যরকম। এই সিদ্ধান্ত আমরা যতটা দেরিতে নিতে পারি, ততই ভালো”
শানাকার দলের বিপক্ষে টাইগারদের ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ, আর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। তবে সব ছাপিয়ে টাইগার সমর্থকরা আশায় আছে প্রিয় দলের জয়ের অপেক্ষায়। দেখা যাক, টাইগাররা ভক্তদের আনন্দে ভাসাতে পারেন কিনা।