৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

প্রথমদিন অনুশীলনে আলাদা দীক্ষা নিয়েছে ব্যাটিং এবং বোলিং ইউনিট

- Advertisement -

নিউজিল্যান্ড সিরিজের আগে শুক্রবার প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান একদিন পর হোটেলে ওঠায় প্রথমদিনের অনুশীলনে ছিলেননা। সাকিব বাদে পুরো দলই অবশ্য অনুশীলন করেছে এদিন। ছিলেন স্কোয়াডের বাইরে থাকা দুই পেসার কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলামও।

পেসারদের সাথে আলাদাভাবে কাজ করেছেন গিবসন

শুক্রবারের অনুশীলনে স্কোয়াডের আলাদা আলাদা ইউনিটের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেছেন কোচরা। স্কোয়াডের পাঁচ পেসার এবং দুই অতিরিক্ত পেসারের সাথে আলাদা বসে কথা বলেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

তাইজুল, নাসুম, মাহেদি এবং বিপ্লবের সাথে কথা বলতে দেখা গেছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে। আর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ অন্যান্য ব্যাটসম্যানরা। কোচদের সাথে শিষ্যদের মিটিং দেখে বুঝতে খুব বেশি অসুবিধা হয়নি সবাইকে নিজ নিজ দায়িত্বই বুঝিয়ে দিচ্ছিলেন বাংলাদেশ দলের কোচরা।

স্পিনারদের নিয়ে কাজ করেছেন হেরাথ

মাঠে ওয়ার্ম আপ এবং সবার সাথে কথা বলার পর নেটে এদিন ঘামও ঝড়িয়েছেন ক্রিকেটাররা। সকালে বাংলাদেশ দলের পর দুপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দলও। দুই দল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সেপ্টেম্বরের এক তারিখ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img