১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা

- Advertisement -

বিশ্বকাপের সেমিফাইনাল সাউথ আফ্রিকার চিরন্তন দুঃখ। চারবার শেষ চারে উঠলেও একবারও শিরোপার মঞ্চে যেতে পারেনি। যার মধ্যে আবার দুটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। পঞ্চমবারের চেষ্টাও টেম্বা বাভুমার দলের জন্য সহজ হবে না। প্রতিপক্ষ যে এই নিয়ে মোটে নয়বার সেমিফাইনালে খেলছে। যেখানে একবারই শুধু শেষ চারে হেরেছিল অজিরা। এমন সমীকরণ মাথায় নিয়েই টসে জিতে আগে ব্যাট করবে সাউথ আফ্রিকা।

টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে কুইন্টন ডি কক-হেনরিখ ক্ল্যাসেনরা। ফাইনালে ওঠার লড়াইয়ে সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাউথ আফ্রিকা। লুঙ্গি এনগিডির পরিবর্তে সুযোগ পেয়েছেন তাব্রেইজ শামসি।

বিশ্বকাপের শুরুতে একটু অগোছালো থাকলেও সময় যত গড়িয়েছে নিজেদের চেনা ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। শেষ সাত ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। বাদ পড়েছেন মার্কাস স্টয়ানিস ও শন অ্যাবোট।

সাউথ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা ও তাব্রেইজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img