১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

প্রথমবার ফাইনালে সাউথ আফ্রিকা

- Advertisement -

‘চোকার্স’ তকমাটা এবার কি তবে ঘুচেই গেল সাউথ আফ্রিকার! আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে প্রোটিয়ারা। অবশ্য আফগানদের দেয়া ৫৭ রানের টার্গেট টপকে যাওয়া ছিল সময়ের ব্যাপার। এইডেন মার্করামের দল নিজেদের ইনিংস শেষ করল ৮.৫ ওভারে।

৫৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় সাউথ আফ্রিকা। পুরো টুর্নামেন্টেই দারুণ বল করা ফজল হক ফারুকির বলে ৮ বলে ৫ রান করেই আউট হন কুইন্টন ডি কক। এরপর রিজা হেনড্রিকস এবং এইডেন মার্করাম দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মার্করাম ২১ বলে ২৩ এবং হেনড্রিকস ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে পুরো টুর্নামেন্টেই দারুণ খেলা দুই ওপেনারে আস্থা রেখেই ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে মার্কো ইয়ানসেনের তিন বল ফেস করতে না করতেই শুন্য রানে প্যাভিলিয়নে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদার বোলিং সামলাতেই পারেনি আফগান টপ ও মিডল অর্ডার। পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট হারিয়ে মোটে ২৮ রান তোলে রশিদ খানের দল।

পাওয়ারপ্লের পরেও ভাগ্য বদলায়নি আফগানিস্তানের। ইয়ানসেন-রাবাদা-নরকিয়ারা কোণঠাসা করে ফেলে রশিদ খান-করিম জানাতদের। শেষ পর্যন্ত ১১.৫ ওভারে সব উইকেট খুইয়ে মোটে ৫৬ রান তোলে আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ১০ রান করেছেন আজমতুল্লাহ ওমরজাই। আর কেউই তুলতে পারেনি দুই অঙ্কের রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে একশোর কম রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ইয়ানসেন-শামসি নিয়েছেন ৩টি করে উইকেট, রাবাদা-নরকিয়ার উইকেট সংখ্যা ২টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img