শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ২০১৮ সালের ডিসেম্বরে শেষবারের মতো ওয়ানডে খেলা ইমরুল কায়েসও আছেন প্রাথমিক দলে।
ইমরুল কায়েস ছাড়াও প্রাথমিক দলে চমক তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম। বাদ পড়েছেন সবশেষ নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকা আল-আমিন হোসেন।
আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যারা শ্রীলঙ্কা সফরের দলে আছেন তারা দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর যোগ দেবেন অনুশীলনে। ৭মে থেকে পুরো দলের একসঙ্গে অনুশীলনের কথা। মাঝে ঈদের ছুটি তারপর আবার অনুশীলন, এরপরই ঘোষণা হওয়ার কথা মূল দল।
করোনাকালে কেবল ওয়েস্ট ইন্ডিজই সফর করেছিল বাংলাদেশে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে শ্রীলঙ্কা দ্বিতীয় দল হিসেবে ১৬মে আসবে বাংলায়। যেখানে দুইদল খেলবে বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ৩ ম্যাচ।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।