সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে ভারত। স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে ১৮৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডিন এলগার।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিন শেষেও খুব একটা খারাপ অবস্থায় ছিল না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কিন্তু তৃতীয় দিনে মুদ্রার উল্টো পিঠ দেখেছে ভারত। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা এলগার ডাবল সেঞ্চুরি থেকে এদিন ১৫ রানের দূরত্বে থেমেছেন। প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেনের অপরাজিত ৮৪ রানে স্কোরবোর্ডে ৪০৮ রান তোলে স্বাগতিকরা।
দুই দলের প্রথম ইনিংস শেষে কে ভেবেছিল নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যাবে ভারত। সেঞ্চুরিয়নে ঘটেছে সেটাই, প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কোহলি ছাড়া বাকি ব্যাটাররা। একাই লড়ে গেছেন কোহলি। তাতেও দলের ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারেননি তিনি। ব্যক্তিগত ৭৬ রানে দশম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন কোহলি আর তাতেই হার নিশ্চিত হয় ভারতের।
রোহিতের দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান শুবমান গিলের (২৬)। কোহলি-গিল ব্যতিত ভারতের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
সাউথ আফ্রিকার হয়ে চারটি উইকেট শিকার করেছেন নান্দ্রে বার্গার। তিনটি উইকেট নিয়েছেন মার্কো জানসেন। দুটি উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা।