৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

প্রথম ম্যাচে প্রশংসা, দ্বিতীয় ম্যাচেই নিন্দা কুড়ালেন মুস্তাফিজ

- Advertisement -

আবারো খরুচে বোলিংয়ে ভক্তদের হতাশ করেছেন দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ স্পেলে তিন ওভারে ৪১ রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজ। রান ছাপিয়েও বেশি আলোচনায় মুস্তাফিজের আত্মবিশ্বাসহীন বোলিং।

দিল্লির বোলিং ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। তার বাউন্সার ফাফ ডু প্লেসির ব্যাটার কানায় লেগে থার্ড ম্যান দিয়ে চার হয়। পরের বলটাও চার, লেন্থ বদলে ফুল লেন্থ করেন মুস্তা, অনায়াসেই বাউন্ডারি পেয়ে যান ডু প্লেসি। প্রথম ওভারে দশ রান দিলেও আশা ছিলো পরের ওভারগুলোতে ঠিকই ঘুরে দাঁড়াবেন দ্য ফিজ।

মুস্তাফিজের দ্বিতীয় ওভার ছিলো দিল্লির বোলিং ইনিংসের দশম, ওই ওভারেই সবাইকে রীতিমতো হতাশ করেছেন কাটার মাস্টার। ১৯ রান হজম করে চাপে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সকে ম্যাচে নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে মুস্তার বাজে বোলিং। প্রথম বলেই ভিরাট কোহলি স্ট্রেট ড্রাইভে চার মারেন, চতুর্থ বল ছিলো ভয়াবহ। লং অন, ডিপ মিড উইকেট আর ডিপ স্কয়্যার লেগ নিয়ে ১১৪ কি.মি. গতিতে কোহলিকে শর্ট বল করেন মুস্তাফিজ, ফলাফল ছক্কা, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়্যার লেগ দিয়ে। ওই ওভারে স্বভাবমতো গোটা তিনেক স্লোয়ার করেন মুস্তাফিজ যার শেষটা ছিলো উইকেটে ধুঁকতে থাকা মহিপাল লামরোরকে। অফ স্ট্যাম্পের অনেক বাইরে শর্ট বল, এমনই বাজে বল ছিলো যে আত্মবিশ্বাসহীন লামরোর ছক্কা হাঁকিয়ে বসেন। দুই ওভারে ততক্ষণে ২৯ দেয়া হয়ে গেছে মুস্তাফিজের।

১৯তম ওভারে যখন মুস্তাকে বোলিংয়ে আনলেন ডেভিড ওয়ার্নার, তখন ৬ উইকেট হারিয়ে টালমাটাল ব্যাঙ্গালুরু। দুই ব্যাটারের কেউই ঠিকঠাক রান তুলতে পারছে না। ওই দুই ব্যাটারকেও ছয় বলের তিনটাই ফুলটস করেছেন মুস্তাফিজুর রহমান। উইকেট পাওয়া বা রান আটকানোর বদলে নিজের তৃতীয় ওভারেও টেল এন্ডার ব্যাটারদের কাছে ১২ রান দিতে হয়েছে মুস্তাফিজকে। সবমিলে তিন ওভারে একচল্লিশ রান দেয়ার পথে মোটে দুইটা ডটবল দিতে পেরেছেন হারাতে বসা কাটার মাস্টার।

প্রথম ম্যাচে উনিশতম ওভারে ম্যাচ হারানো বল করলেও দারুণ দুই ওভার করে প্রশংসাই পেয়েছিলেন মুস্তাফিজ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজ ছিলেন একদিকে আত্মবিশ্বাসহীন, অন্যদিকে এলোমেলো নইলে টেল এন্ডারদের কেন এক ওভারে গোটা তিনেক ফুলটস দেবেন!! এই ম্যাচের যাচ্ছেতাই পারর্ফম্যান্সের পর পরবর্তী ম্যাচে মুস্তাফিজকে খেলানো হবে কিনা, সেটাই নিয়েও এরই মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img