৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের ‘প্রথম’ সেঞ্চুরি

- Advertisement -

বিসিএলে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তৌহিদ হৃদয় তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। সানজামুল ইসলামকে টানা দুই বলে এক চার এবং এক ছয় হাঁকিয়ে পূরণ করেছেন একশো; খেলেছেন ১৭৬ বল। হৃদয়ের শত রানের ইনিংসটিতে ১১ চারের পাশাপাশি ছিল ২টি ছয়ও। এই প্রতিবেদন লেখা অব্দি বিসিবি দক্ষিণাঞ্চলের সংগ্রহ দুই উইকেটে ২২৬ রান; ৮০* রানে অপরাজিত আছেন অমিত হাসান, হৃদয়ের সংগ্রহ ১০৪*।

চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী ঘুরে আবারও সেই চট্টগ্রামে তৌহিদ হৃদয়! প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটিও খেলেছিলেন এই চট্টগ্রামেই। শেষ ছয় ইনিংসে আছে চার অর্ধশতক; ৪৪ গড়ে রান ২৬২। কিন্তু, অর্ধশতকটাকে কোনোভাবেই শতকে পরিণত করতে পারছিলেন না যুব বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বমোট ৪৭টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন ডানহাতি টপঅর্ডার এই ব্যাটসম্যান। পাঁচ সেঞ্চুরি আর ৪৮ গড়ে রানও করেছিলেন ১৬২৪!  তখন থেকেই জানান দিচ্ছিলেন প্রতিভার। ধারাবাহিকভাবে রানও করে গেছেন; লিস্ট-এ তে ৫৩ আর টি-টোয়েন্টিতে ৩১ গড় অন্তত সেই বার্তাই দেয়। কিন্তু, কোনো এক অজানা কারণে ইনিংসটাকে পারছিলেন না বড় করতে। অবশেষে পেরেছেন হৃদয়, এবার অপেক্ষা ধারাবাহিকতা বজায় রাখার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img