২৭ জুলাই ২০২৪, শনিবার

প্রথম সেশনে চাপে টাইগাররা, কিউই স্পিনারদের দাপট

- Advertisement -

সিলেট টেস্টের দাপুটে জয়ের পর টাইগার ভক্তদের ঢাকা টেস্ট নিয়ে প্রত্যাশা বেশি থাকাটাই স্বাভাবিক। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকেই হয়তো বাংলাদেশের দারুণ একটা শুরু দেখার অপেক্ষাতেই ছিলেন। শুরুটা মন্দ না হলেও এক ঘন্টা পেরোতে না পেরোতেই মাথায় হাত পড়েছে টাইগার ভক্তদের। প্রথম সেশনে ৮০ রানে উইকেট হারিয়ে চাপের মুখে নাজমুল হোসেন শান্তর দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরগতিতেই খেলতে শুরু করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ২৫ রান তোলে দুই ব্যাটার। তবে এরপরই শুরু হয় ছন্দপতন, ১১ এবং ১২তম ওভারে ফিরে যান জাকির () এবং জয় (১৪) ৪০ বলে ১৪ রান করা জয় অবশ্য রানে একবার জীবনও পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি।

অভিজ্ঞ মুমিনুল হকও ফিরেছেন ১০ বলে রান করে। মিচেল স্যান্টনারের বলে এলবিডব্লুউ হয়ে ফিরেছেন অধিনায়ক শান্ত, করেছেন ১৪ বলে রান। ৪৫ বলে ১৮ রানে মুশফিকুর রহিম এবং ৩৫ বলে ১৪ রানে অপরাজিত আছেন শাহাদাত হোসেন দীপু। মিরপুরের স্পিনস্বর্গে ৪টি উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন মিচেল স্যান্টনার এবং এজাজ প্যাটেল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img