১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

প্রথম সেশনে টাইগারদের বোলিং তোপে পাকিস্তান

- Advertisement -

হাতে নয় উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে পাকিস্তান। শেষ দিনের শুরুটা যথারীতি উইকেট দিয়েই করতে চেয়েছিল বাংলাদেশ, করেছেও সেটাই। পঞ্চম দিনে টাইগার বোলারদের দাপটে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে শান মাসুদরা। ২২ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। শাহিন শাহ আফ্রিদি ১ রানে।

দিনের শুরুতে পাকিস্তান শিবিরে আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান। ৩৭ বলে ১৪ রান করেন পাক অধিনায়ক। পরের ওভারেই উইকেটের খাতায় যুক্ত হতে পারতো আরও একটি নাম। পাক অধিনায়কের ক্যাচ নেওয়া লিটনই পরের ওভারে শরীফুল ইসলামের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়েছেন। লিটন ব্যর্থ না হলে দ্বিতীয় ইনিসেও বাবরকে ফিরতে হতো রানের খাতা না খুলেই।

তবে জীবন পেয়েও স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না বাবর। শেষ পর্যন্ত নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরেছেন এই ব্যাটার। ৫০ বলে ২২ রান করেছেন তিনি। এর পরের ওভারেই সাকিব আল হাসানের বলে স্টাম্পড হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ১৪১ রান করা শাকিল টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফিরেছেন শূন্য রানে। ৫ম উইকেট নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। শুরু থেকেই রয়ে সয়ে খেলে আসা ওপেনার আব্দুল্লাহ শফিক আউট হয়েছেন লাঞ্চ বিরতির মাত্র কয়েক মিনিট আগে। হুট করে বড় শট খেলতে গিয়ে সাকিবকে উইকেট দিয়েছেন এই ওপেনার।

সাকিব ২ উইকেট নেওয়ার পর পাকিস্তানের ইনিংসে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজও। তার বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে আগা সালমানকে ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশন শেষে এখনও ৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক পাকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img