২ ডিসেম্বর ২০২৪, সোমবার

“প্রস্তুতি ভালো ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি”

- Advertisement -

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১০ উইকেটের জয়! অথচ এমন দাপটের সাথে ম্যাচ জিতেও লাভের লাভ তেমন কিছুই হয়নি বাংলাদেশের। ২-১ ব্যবধানে সিরিজ হারা দলটি কী কারণে কম শক্তির একটি দলের কাছে হেরে গেল, তা নিয়েই হচ্ছে কাটাছেঁড়া। রবিবার ম্যাচ জয়ের পর তাই সংবাদ সম্মেলনে এসেও তানজিদ হাসান তামিমকে দিতে হয়েছে তার ব্যাখ্যা।

“ভ্রমণ ক্লান্তি, বেশি খেলা, এমন কিছুই ছিল না। আমরা প্রোপার রেস্ট পেয়েছি। প্র্যাকটিসের ফ্যাসিলিটিজ পেয়েছি। ভালোভাবে প্রিপারেশন নিতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচে প্ল্যান এক্সিকিউট করতে পারিনি। আজকে যেই প্ল্যান নিয়ে এসেছিলাম, প্রত্যেক জায়গায় সেই প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি। আগের দুই ম্যাচে প্ল্যান এক্সিকিউট করতে না পারার কারণে হেরেছি”-বলছিলেন তামিম 

প্রথম দুই ম্যাচ হারের পর ড্রেসিং রুমের অবস্থা কেমন ছিল আর কীভাবেই বা শেষ ম্যাচে এতটা পরিবর্তন দেখা গেছে টাইগারদের মানসিকতায় জানালেন এই ওপেনার, “সবারই মন খারাপ ছিল। প্রত্যেকটা হারেই সবার খারাপ লাগে। দুই ম্যাচ হারার পর আমরা সবাই মিলে বসেছি, কেনো প্ল্যান এক্সিকিউট করতে পারছি না। সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করেছি এইসব সিচুয়েশনে। আজকে ট্রাই করেছি, আল্লাহর রহমতে সবাই করতে পেরেছে।” 

বিশ্বকাপের আগে এই সিরিজ থেকে কী শিখল বাংলাদেশ? এ প্রশ্নের উত্তরে তামিম বলেন, “আমরা পুরোপুরি প্রিপারেশনের মধ্য দিয়ে যাচ্ছি। হারা-জেতা দুটোই প্রিপারেশনের ভেতরেই রাখা ভালো। এখানে পজিটিভ-নেগেটিভ দুইটাই হয়েছে, যা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।”  

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img