বিশ্বকাপের প্রস্তুতিটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে হারলো টাইগাররা। আফগানদের দেয়া ১৬১ রানের টার্গেটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯৮ রান।
দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটাররা শুরু থেকেই ছিল ছন্নছাড়া। একের পর উইকেট পতনে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২২ গজে কোনো ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেনি। দলের সবোর্চ্চ ইনিংসটি আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে, ৩১ বলে এই ডানহাতি করেন ১৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট খুইয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এর আগে, টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে টাইগার পেসাররা ছিল দারুন ছন্দে। দলীয় ১৯ রানেই ওপেনার হজরত জাজাইকে হারায় আফগানরা। টাইগার বোলাররা অল্প রানেই আটকে দেবার চেষ্টা করে আফগানদের। তবে, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

নির্ধারিত ওভার শেষে আফগানদের টার্গেট দাঁড়ায় ১৬১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। টাইগার পেসার তাসকিন আহমেদ তুলে নেন তিনটি উইকেট। এছাড়া হাসান মাহমুদ শিকার করেন দুটি উইকেট। তবে প্রস্তুতিটা সেভাবে সারতে পারেননি টাইগার শিবিরের মূল অস্ত্র সাকিব আল হাসান। দুটি উইকেট শিকারে চার ওভার বল করে ৪৬ রান খরচ করে দেখা পান দুটি উইকেটের।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আগে টাইগারদের প্রয়োজন আত্নবিশ্বাস। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। আপাতত বিশ্বকাপে আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের কোনো বিকল্প নেই।