৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহ

- Advertisement -

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ দাঁড়া করিয়েছে বাংলাদেশ। তামিমের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৯৬ রান। তামিম করেছেন ৬৬, সাকিব আল হাসান করেছেন ৩৭ রান। জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক ফারাজ আকরাম ৭৩ রানে নিয়েছেন ২ উইকেট।

হারারেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল । শুরুতেই জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বোলারদের উপর চড়াও হন বাংলাদেশ ক্যাপ্টেন। অন্য ওপেনার নাইম শেখের সঙ্গে করেন ৮৭ রানের জুটি। তার আগেই ফিফটি তুলে নেন তামিম। নাইম ফিরে গেলে তামিমের সঙ্গে যুক্ত হন সাকিব আল হাসান। নাইম ফেরার কিছুক্ষণ পরই আউট হন তামিম ইকবাল। দলীয় ১১০ রানে সিকান্দার রাজার ক্যাচ বানিয়ে তামিমকে ফেরান ওয়েসলে মাধেভেরে। ৬২ বলে ১১ চার আর ১ ছয়ে তামিম করেন ৬৬ রান।

তামিম ফেরার  এক ওভার পরই চার নম্বরে নামা লিটন কুমার দাশকে ফিরিয়েছেন মাধেভেরে। তারপর সাকিবের সঙ্গী মোহাম্মদ মিঠুন। সাকিব ফিরেছেন ৩৭ করে, লং অনে ক্যাচ দিয়ে। তবে পাঁচ নম্বরে যে দুজনের মধ্যে লড়াই চলছে, সেই মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন ঠিকই নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ৪২ বলে ৩৯ করেছেন মিঠুন, ৩০ বলে ৩৬ করেছেন মোসাদ্দেক। দুজনই পরবর্তী ব্যাটসম্যানদের সুযোগ দিতে স্বেচ্ছা অবসর নিয়েছেন। শেষদিকে আফিফ হোসেনের২৩ বলে ২৮ রানে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img