১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের রোমাঞ্চকর জয়

- Advertisement -

দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৪ রানের দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ২২ রান। কিন্তু হাসান মাহমুদের করা ২০তম ওভার থেকে মাত্র ৭ রান তুলতে পেরেছে ইরফান শুক্কুর-চতুরঙ্গা ডি সিলভারা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান সোহান। শামীম পাটোয়ারী করছেন ২৪ বলে ৩২ রান। এছাড়াও ১০ বলে ২০ রানের দারুণ ইনিংস খেলেছেন রনি তালুকদার। ইফতি ১০০ স্ট্রাইকরেটে ২৫ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। প্রস্তুতি ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান।

দুর্দান্ত ঢাকার হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিলেন নাঈম শেখ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৫ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আরেক ওপেনার সাইফ হাসানও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২২ রান। মিডল অর্ডারে দারুণ খেলেছেন ইরফান শুক্কুর। ৪৩ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন চতুরঙ্গা ডি সিলভা। তবে দুজনের কেউই ম্যাচ জেতাতে পারেননি। সিলভা শেষ ওভারে রান আউট হয়ে ফেরার আগে করেছেন ১৭ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ রান।

রংপুরের হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন পেসার রিপন মন্ডল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img