১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

‘প্রস্তুত হতে তো সময় লাগবে, এ কারণেই সময় নষ্ট করতে চাইনি’

- Advertisement -

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার একদিন পরেই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন সাকিব আল হাসান। একদিন পর রংপুর রাইডার্সের সাথে অনুশীলনেও যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এমপি হওয়ার পর এত দ্রুত প্র্যাক্টিসে আসার কারণ জানিয়েছেন টাইগার অধিনায়ক।

মঙ্গলবার গণমাধ্যমকে সাকিব বলেন, “প্রায় আড়াই মাস ধরে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করি নাই, স্কিলের কাজ করতে পারি নাই। প্রস্তুত হতে তো সময় লাগবেই, এ কারণেই সময় নষ্ট করতে চাইনি”

গত ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। তখন থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এ সময় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ মিস করেছেন টাইগার অধিনায়ক। আঙুলের চোটের অবস্থাও এদিন গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, “যেহেতু বোলিং ফিঙ্গারে ইনজুরি, আরও কিছুদিন সময় লাগবে। ইমপ্রুভ হচ্ছে ভালোই”

এ বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। গত বছর দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। এবার উইকেট কিপার ব্যাটারকে ধরে রেখেছে রংপুর। এ বছর নেতৃত্বে বদল আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির কর্তৃপক্ষের কোটে বল ঠেলে দিয়েছেন সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, “এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সব কিছু পরিকল্পনা করে”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img