ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবারের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়।
বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তবে নির্ধারিত ৫০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। মুশফিকুর রহিমের ৭৫ বলে ৭৭ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৪৪ রানের লড়াকু পুঁজি পায় তারা। মুশি ছাড়াও নাসির করেছেন ৩৪ এবং ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন করেছেন ৩২ রান।
২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রবিউল ইসলাম এবং ফজলে মাহমুদ রাব্বির উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। তবে এরপরই দলের হাল ধরেন দুই তরুণ ব্যাটার সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়। দলীয় ১১৩ ব্যক্তিগত ৭০ করে সাইফ আউট হলেও পরবর্তীতে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন হৃদয়।
প্রাইম ব্যাংকের হয়ে তাইজুল ইসলাম, করিম জানাত এবং মাহাদি হাসান নিয়েছেন একটি করে উইকেট। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে শেখ জামাল ধানমন্ডী ক্লাব।