১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

হেরেও পুরস্কার নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাকিস্তান

- Advertisement -

রোববার মেলবোর্নে ইংল্যান্ডের জন্য ছিল ইতিহাস রচনার দিন। আর পাকিস্তানের হতাশামাখা মুহূর্ত। তবে সান্তনার ব্যাপার, রানার্স-আপ দল হিসেবে বাবর আজমরা পাচ্ছেন প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে চলছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের পোস্টমর্টেম। কেন হারলো বাবর-শাদাবরা? এই খবর যদিও এখন পুরনো। তবে নতুন খবর হচ্ছে বিপুল অঙ্কের অর্থ নিয়েই পাকিস্তান ফিরছে বাবর আজমের দল।

সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রাইজমানির হিসেব-নিকেশ। মোট ৫৯ কোটি ৮ লাখ টাকার মধ্যে জস বাটলারের দল পাচ্ছে ১৬ কোটি টাকা। আর বাবর-শাদাবরা পাচ্ছেন তার অর্ধেক পরিমাণ অর্থ, প্রায় সাড়ে ৮ কোটি।

আইসিসির ওয়েবসাইটে দেয়া প্রাইজমানির হিসেব-নিকেশ

অন্যদিকে সেমিফাইনালের দুই দল ভারত-নিউজিল্যান্ডও পাচ্ছে মোটা অঙ্কের পুরষ্কার। প্রায় ৪ কোটি টাকা করে পাবে দল দুটি। তবে টাকা পাওয়ার তালিকায় আছে দুটি ম্যাচ জেতা বাংলাদেশও। সুপার টুয়েলভে সরাসরি অংশগ্রহণেই পাচ্ছে প্রায় সাড়ে ৭৩ লাখ টাকা। সাথে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়েকে হারানোয় ম্যাচ প্রতি পাবে প্রায় ৪২ লাখ টাকা করে। সর্বমোট দুটি ম্যাচ জেতা সাথে সুপার ‍টুয়েলভে সরাসরি অংশগ্রহণ সবমিলিয়ে সাকিব-আফিফরা পাবে দেড় কোটি টাকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img