২৭ জুলাই ২০২৪, শনিবার

প্রিটোরিয়াস পাঁচ, সাউথ আফ্রিকার জয়

- Advertisement -

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ১০ রানেই পাকিস্তান অধিনায়ক এবং ওপেনার বাবর আজমকে এলবিডব্লুর ফাঁদে ফেরান ডোয়াইনে প্রিটোরিয়াস৷ স্মুট – প্রিটোরিয়াসদের ইকোনমিকাল বোলিংয়ে পাওয়া প্লেতে তেমন সুবিধা করতে পারনি স্বাগতিকরা।

দলীয় অর্ধশতকের আগের পাকিস্তান হারায় তিন উইকেট। এক প্রান্ত আগলে রেখে রিজওয়ান তুলে নেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

শেষ দিকে অলরাউন্ডার ফাহিম আশরাফের ২ চার আর ২ ছক্কায় ত্রিশ রানে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১৪৪ রানের মাঝারি লক্ষ্য ছুড়ে পাকিস্তান।

সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার জানেমন মালান৷ দলীয় কুড়ি পেরিয়ে স্মুট ফিরে গেলেও হেনড্রিকস এবং বিলজনের ৭৭ রানে জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় সফরকারীরা৷ হেনড্রিকস ৪২ এবং বিলজন ৪২ রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে মিলার অপরাজিত ২৫ এবং ক্লাসেন ১৭ রান নিয়ে ম্যাচ শেষ করে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ২ এবং ১ টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াজ এবং উসমান কাদির।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে প্রিটোরিয়াস। এই জয়ে সিরিজে ১-১ এ সমতায় আনলো সাউথ আফ্রিকা৷

আগামীকাল লাহোরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img