প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের দলবদল শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। শেখ রাসেল ও শেখ জামাল ছাড়া বাকি সব দল নিজেদের প্লেয়ারদের নাম নিবন্ধন করেছে। আবাহনী দল গঠন করেছে বিদেশি ফুটবলার ছাড়া। শেষ মুহুর্তে দল গঠন করেছে চট্টগ্রাম আবাহনীও। তবে প্রিমিয়ার লিগে দল পাননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
গত মৌসুমে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে যোগ দেন জামাল। সেখানে কিছু ম্যাচ খেলেন জাতীয় দলের এ অধিনায়ক। তারপর ঐ ক্লাবের সাথে চুক্তি বাতিল করেন তিনি। দেশে ফিরে আবাহনী লিমিটেডে যোগ দেন জামাল। তবে আবাহনীর জার্সিতে নিয়মিত মাঠে নামতে পারেননি তিনি। বেশিরভাগ সময় বেঞ্চেই কাটান জামাল।
এই মৌসুমে জামাল কোন ক্লাবে খেলবেন তা নিয়ে গুঞ্জন আগে থেকেই শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল আবাহনীতেই থাকতে পারেন তিনি। তবে জাতীয় দলের এ অধিনায়ককে ধরে রাখেনি আবাহনী। শেষ পর্যন্ত কোনো দলই আগ্রহ দেখায়নি তার প্রতি।
এই মৌসুমে শেখ জামাল থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। এছাড়াও বসুন্ধরা ছেড়েছেন তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, ইয়াসিন আরাফাত ও বিপলু আহমেদ। দলটি তাদের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজকে ফিরিয়েছে।