NCC Bank
- Advertisement -NCC Bank
১৪ আগস্ট ২০২২, রবিবার

প্রিমিয়ার লিগ ফুটবল: আজকের যতো খেলা

- Advertisement -

নতুন বছর, পেছনের স্মৃতি ভুলে নতুন করেই সব শুরুর প্রত্যাশা সবার। বছরের প্রথম দিন, ফুটবল মাঠ অবশ্য ব্যস্ত থাকবে ফুটবল নিয়েই। বড়দিনের মতো বছরের প্রথম দিনেও থাকছে প্রিমিয়ার লিগের ম্যাচ, আলাদা সময়ে আপনি চোখ রাখতে পারেন দিনের দুই ম্যাচেই।

রাত ১১ টা ৩০ মিনিটে ঘরের মাঠে এভারটনের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এভারটনের শেষ ম্যাচ ছিল ম্যানসিটির বিপক্ষে, তবে তা স্থগিত হয়ে যায় করোনার প্রকোপে। চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে ভালো অবস্থানে আছে স্বাগতিকরা, অন্যদিকে প্রতিপক্ষের অবস্থান পয়েন্টস টেবিলের ১০ নম্বরে।

আপনার রাতের ঘুম নষ্ট করতে রাতে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ, রাত দুটোয় ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। লিগে শেষ ৫ ম্যাচে ৩ জয় ইউনাইটেডের, প্রতিপক্ষেরও সমানে সমান। ওল্ড ট্রাফোর্ডের ফুটবল উষ্ণতার ছোঁয়া নিশ্চয়ই আপনি মিস করতে চাইবেন না! ম্যানচেস্টারের জন্য খারাপ খবর, নিষেধাজ্ঞায় থাকা কাভানিকে পাচ্ছে না তারা।

 

বৃহস্পতিবার রাতে নিউক্যাসেলের সাথে গোলশূন্য ড্র করেছে লিভারপুল, তবে শীর্ষস্থান এখনও তাদেরই দখলে। লিভারপুলের চেয়ে ১ ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img