দীর্ঘদিন অর্ফে নেই, এরপরও নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকার। সিরিজ শুরুর আগে থেকেই হচ্ছিলো সমালোচনা, চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র বলেই আরো একবার সুযোগ পেয়েছেন। সৌম্যকে নিয়ে এমন সমালোচনা বন্ধ হতেই পারতো যদি না তিনি প্রথম ওয়ানডেতে পারফর্ম করতে পারতেন! দ্বিতীয় ম্যাচের আগেও তাই অফফর্মে থাকা সৌম্যের দলভুক্তি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবার দিতে হয়েছে টাইগারদের প্রধান কোচকে।
“আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং-ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই”-বলছিলেন হাথুরুসিংহে
শুধু সৌম্যই নন, বড় রান করতে পারছেন না দলের বাকি ব্যাটাররাও। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, “ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাবো।”
প্রথম ম্যাচে ব্যাটাররা আর একটু দায়িত্বশীল ব্যাটিং করলেই ম্যাচ জেতার ভালো সম্ভবনা ছিল বাংলাদেশের। তবে সে ম্যাচে বৃষ্টির বাধাকেই হারের অন্যতম কারণ বলে মনে করছেন হাথুরু, “ম্যাচ হারা সব সময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল, অন্য প্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশনকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বারবার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিলো।”