মাত্র ৩২ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার হেইনরিখ ক্লাসেন। সোমবার এক বিবৃতিতে ক্লাসেনের অবসর নেয়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট ডেব্যুর পর মাত্র চারটি টেস্ট খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ৮ ইনিংসে ১৩.০০ গড়ে করেছেন ১০৪ রান। সর্বশেষ গেল বছর মার্চে সাদা পোশাকে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবসর নেয়া প্রসঙ্গে ক্লাসেন জানান,“আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না ভাবতে ভাবতে কয়েকটা নির্ঘুম রাত কেটেছে। লাল বলের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল কারণ টেস্ট আমার প্রিয় ফরম্যাট”
নিজ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “মাঠ ও মাঠের বাইরের লড়াইগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে। এটা দারুণ একটা জার্নি ছিল, দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। যখন থেকে হাতে পেয়েছে আমার কাছে ব্যাগি টেস্ট ক্যাপটা সবচেয়ে বেশি মূল্যবান।”
এত দ্রুতই টেস্ট থেকে অবসরের কারণ না জানালেও ধারণা করা হচ্ছে আইপিএল, এমএলসি, দ্য হান্ড্রেডের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে বেশি মনোযোগ দিতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন হেইনরিখ ক্লাসেন। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন তিনি।