২০ জানুয়ারি ২০২৫, সোমবার

প্র্যাকটিসে বিড়াল নিয়ে খেলায় মেতেছেন কোহলি

- Advertisement -

কালো বিড়াল পথ আটকে দাঁড়ালে নাকি অমঙ্গল হয়, বহুল প্রচলিত একটি কুসংস্কার। সাদা বিড়াল পথ আটকে দাঁড়ালে কি হয়?

যা-ই হোক, ভিরাট কোহলি সম্ভবত সেটির থোড়াই কেয়ার করেন। নাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অনুশীলনের সময় একটি সাদা বিড়াল কোলে নিয়ে বসে থাকতেন না নিশ্চয়ই।

নিজের টুইটার একাউন্টে সম্প্রতি এমনই এক ছবি পোস্ট করেছেন কোহলি। মুম্বাইয়ে অনুশীলনের সময় মাঠে একটি চেয়ারে বসে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক, কোলে একটি সাদা বিড়াল। ক্যাপশন দিয়েছেন,

“অনুশীলনের সময় ‘কুল’ বিড়ালের তরফ থেকে সকলকে হ্যালো!”

সেই পোস্টের নিচে আবার হাসিমজায় মেতে উঠেছেন কোহলীর স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। বিড়ালকে কমেন্টে পাল্টা ‘হ্যালো’ জানিয়েছেন আনুশকা। নিচে আবার ভিরাট উত্তর দিয়েছেন, “ছেলে দিল্লীর, বিড়াল মুম্বাইয়ের”। ‘ছেলেটি’ যে ভিরাট তা বলার অপেক্ষা রাখে না।

২৫ নভেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img