১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

প্লেয়াররা জানে কারা বিশ্বকাপে যাবে: শান্ত

- Advertisement -

এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এটা নিয়ে খুব একটা চিন্তা করছে না ক্রিকেটাররা। কারা বিশ্বকাপে যাবে, কাদের কি রোল থাকবে এসব তারা জানেন, এমনটিই বলেছেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণার বিষয়ে বাঁহাতি এ ব্যাটার বলেন, “অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে। দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না কারণ আমরা মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি”

প্রথমবারের মতো টাইগারদের নেতৃত্ব দেবেন শান্ত। লিটনের বিশ্রামে তার উপর আস্থা রেখেছে বিসিবি। শান্তও জানালেন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে পছন্দের কথা। সেই সাথে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও পছন্দ করেন বাঁহাতি এ ব্যাটার।

তৃতীয় ওয়ানডের আগে অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন শান্ত

“ফলো বলতে, আমার পছন্দের ক্রিকেটার সবসময় সাকিব ভাই। অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে দেখেছি আমরা, ওনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি বলেন বা ওনার প্ল্যানিং, মাঠে প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুবই উপভোগ করি। বিপিএলে ওনার সাথে খেলার সুযোগ হয়েছিল তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো আমার যতটুকু অভিজ্ঞতা আছে কিংবা বড় ভাইদের কাছে শিখেছি ঐ জিনিসগুলো ছোট ছোট ভাবে কাজে লাগানোর”– শান্ত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img